গাজীপুরে অস্ত্র মামলার রায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মামলার অপর একটি ধারায় তাকে আরও ১০বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন। সাজা প্রাপ্তের নাম রেজাউল করিম ওরফে কালু (৩২)। সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানটুলি গ্রামের সাইফুর রহমানের ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ১২ মার্চ রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় এস আই আলমগীর সিদ্দিক ডিউটি পালন করছিলেন। রাত ৩ টার দিকে চন্দ্রা ফুড প্লাজার সামনে রাস্তার উপর নিয়মিত চেকপোস্টে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি যাত্রীবাহীবাসে তিনি ফোর্স নিয়ে তল্লাশী চালান। এসময় বাসটির ইঞ্জিন কভারের উপর বসা টিকিটবিহীন যাত্রী কালুর কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর তল্লাশী চালিয়ে দুইটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ভর্তি চারটি ম্যাগজিন উদ্ধার এবং তাকে আটক করে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বাদি হয়ে পরদিন মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আছাদুর রহমান দীর্ঘ তদন্ত করে আদালতে ২০১৩ সালের ৩ জুন অভিযোগপত্র দাখিল করেন।
১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার গাজীপুর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন। রাষ্ট্রপক্ষে পিপি মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে নাজমুল হক চৌধুরী বিপ্লব মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার