মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের লোকজনের হামলার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামের মুক্তির দাবিতে শিবচরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গ্রেফতারকৃত সাংবাদিককে মুক্তি দেওয়া না হলে সামনে একযোগে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিনাঞ্চল অচল করার কঠোর কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার ৭১ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মরত সাংবাদিকরা।
এসময় শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় শিবচর প্রেসক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত শুক্রবার কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সন্ত্রাসী বাদল তালুকদার বাহিনী সাংবাদিক শহিদুল ইসলামকে গাছে বেঁধে রেখে নির্যাতন করে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়। এ ঘটনার পর কালকিনি থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে উল্টো ওই সাংবাদিককে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার