বৈশাখী ভাতার দাবিতে কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি পালন করছেন ফরিদপুর চরভদ্রাসনের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। আজ মঙ্গলবার উপজেলার ১১টি স্কুল ও একটি মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষক ও কর্মচারী এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যেগে দেশব্যাপী বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুলের শিক্ষক ও কর্মচারী এতে অংশ নেন।
এ ব্যাপারে চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আবুল কালাম বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের সমপরিমাণ শ্রম আমরাও দিচ্ছি। কিন্তু সে পরিমাণ সুবিধা আমরা পাই না। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
সমিতির চরভদ্রাসন শাখার সভাপতি অযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন মাতুব্বর বলেন, আমরা কেন্দ্রের নির্দেশ মোতাবেক এ আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপের চেষ্টা করে যাবো।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম