ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৩ এপ্রিল ভালুকাবাসীর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গোটা ভালুকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা রকম ব্যানার ফেস্টুন ও গেইট নির্মাণ কাজ। তাছাড়া ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে।
স্থানীয় প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। রাস্তায় রাস্তায় চলছে মাইকিং। সব মিলিয়ে গোটা ভালুকায় যেন এক উৎসবের ছোঁয়া লেগেছে। ভালুকা ডিগ্রী কলেজ মাঠে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মাধ্যমে কথা বলবেন।
এছাড়া ভালুকা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। বাকি ৬৫টি শিক্ষা প্রতিষ্টান স্ব-উদ্যোগে নিজেদের প্রতষ্ঠানে কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোরারর্জী দেশাই বর্মণ জানান, ৮১টি স্থানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলবেন। মূল ভেনু ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে ৫০ হাজার লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসন প্রস্তুত।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা