'সত্য বল সুপথে চল ওরে আমার মন' এই আদর্শকে আলোচ্য করে টাঙ্গাইলে লালন স্মরণে উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে টাঙ্গাইল সত্যধাম লালন সংসদ।
শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে লালন উৎসবে বাউল শফী মন্ডলসহ বাউল শিল্পীরা মধ্য রাত পর্যন্ত মাতিয়ে রাখে দর্শকদের।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, লালন শাহের গানে মানব ধর্মই বড় ধর্ম পরিলক্ষিত হয়েছে। আর এই পরম সত্যকেই বুকে ধারণ করে গান পরিবেশন করেন বাউল শিল্পীরা। টাঙ্গাইল সত্যধাম লালন সংসদের সভাপতি সিরাজুল ইসলাম লিজু বাউলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলে জেলা প্রসাশক মাহবুব হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলূর রহমান মিরন, লোক সাহিত্য গবেষক অধ্যাপক আলীম মাহমুদ ও জেলা আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনির।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা