“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, স্মারক লিপি পেশ করেছে সুবর্ণচর উপজেলার ১৪টি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। আজ মঙ্গলবার সকাল ১১ টায় সুবর্ণচর উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক জাকের হোসাইন, মো. হাবিব, মো. সেলিম, রহিম উল্যাহসহ অনেকে। পরে সুবর্ণচর উপজলা নির্বাহী অফিসার বরাববর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের পূর্বে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি আজ জাতিয়করণ না হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। ২০০৯ সাল থেকে বিদ্যালয়গুলি সমাপনী পরিক্ষা দিয়ে আসছে। তারা অতিদ্রুত জাতিয়করণ করতে শিক্ষামন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার