নেত্রকোনার কলমাকান্দায় ভজন চন্দ্র দাস (২৮) হত্যা মামলার রায়ে আসামি সুরুজ্জামালকে মৃত্যুদণ্ডাদেশ এবং মৃতের পরিবারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে মাছ বিক্রেতা ভজন চন্দ্র দাস তার বন্ধু চা দোকানদার সুরুজ্জামাল এর সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে ভজন চন্দ্র দাস বাড়ি ফিরে না আসলে ২৪ অক্টোবর তার বাবা সুনীল চন্দ্র দাস কলমাকান্দা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর ২৬ অক্টোবর সকালে পশ্চিমবাজার মল্লিক বাড়ি অটো রাইস মিলের পাশ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সুনীল চন্দ্র দাস বাদী হয়ে সুরুজ্জামালকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৬ সালের ৫ ফেব্রয়ারি আদালতে চুড়ান্ত চার্জশীট দাখিল করে। ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করে আজ আদালত সুরুজ্জামালকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। সুরুজ্জামাল ছোট শালজান গ্রামের মৃত লাহু মিযার ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার