লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ টাকা চুরির অপবাদ দিয়ে ১২ বছরের শিশু শিপনের উপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় তার মাথার চুল কেটে দিয়ে গলায় জুতার মালা পরিয়ে গাছের সাথে বেধে মুখে কালি মেখে দেয় স্থানীয় বখাটেরা। এ ঘটনায় আজ মঙ্গলবার অভিযুক্ত আবদুল আলী ও জাবেদ হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চরসীতা এলাকায় এ ঘটনা ঘটে। রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। নির্যাতনের শিকার শিপন স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, শিশু শিপন ও তার সহ-পাঠিরা খেলাধুলায় ব্যাস্ত ছিল। এসময় জিয়াউর রহমান নামের এক জনের বাশের সাথে টাঙ্গানো অবস্থায় জামার পকেট থেকে ৪০ টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। এঘটনায় সন্দেহ করে চুরির অপবাদ দিয়ে শিপনকে বেদম মারধর করে জিয়াউর রহমান,আবদুল আলী ও জাবেদ হোসেন। এসময় শিপনের মাথার চুল কেটে তার গলায় জুতার মালা পরিয়ে গাছের সাথে বেঁধে মুখে কালি মেখে দিয়ে নির্যাতন চালায় তারা। পরে শিপনকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা বখাটে যুবক বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার