আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রাধাকান্তপুর বাজারের জোয়ার্দ্দার টেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ কৃষিপণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কৃষিপণ্য থাকায় প্রতিষ্ঠানের মালিক আনিছুর রহমানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা কৃষিপণ্য ঘটনাস্থলে বিনষ্ট করা হয়।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোয়ার্দ্দার টেডার্সে অভিযান চালানো হয়। এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ বোতল সানমেরিন কীটনাশক, ১৬ বোতল প্রেটিলা, ১১ বোতল ফ্লোরাসহ বিভিন্ন ধরণের মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। এসব কীটনাশক কৃষিজমিতে ব্যবহার করা হয়ে থাকে। অভিযোগ আছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এলাকার স্বল্প মূল্যে মেয়াদোত্তীর্ণ এসব কীটনাশক কিনে তা অশিক্ষিত কৃষকদের মাঝে বিক্রি করে অধিক মুনাফা করে থাকেন।
বাজার অভিযানে সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।