মাগুরায় সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ও গাছের চাপায় ২ জন ও মৌমাছির কামড়ে ১ জনসহ ৩ নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ফুলি বেগম (৫৫) ঘোড়ানাছ গ্রামের আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান (৩৪) ও শালিখার শরুশুনা গ্রামের দ্বীন ইসলাম (৫০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝড়ের সময় বাড়ির বাইরে কাজ করতে গিয়ে ফুলি বেগম বজ্রপাতে আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। একই সময়ে আতিয়ার রহমান ঝড়ে ভেঙ্গে পড়া নারকেল গাছের নিচে চাপা পরে আহত হয়ে রাত ১১টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শরুশুনা গ্রামের দ্বীন ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার পথে মৌমাছি তার শরীরে হুল ফুটালে আহত হয়। এ সময় তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার