চুয়াডাঙ্গায় মিথ্যা পরকীয়ার অপবাদ সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত তানিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর নিহত তানিয়ার লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায় স্বামী শরিফুল ইসলাম ও শ্বশুর রেজাউল ইসলাম।
পুলিশ ও গ্রামবাসীর সূত্রে জানা গেছে, একদিকে যৌতুকের দাবি অন্যদিকে পরকীয়ার অপবাদে তিক্ত হয়ে ওঠেন গৃহবধূ তানিয়া খাতুন। বুধবার সন্ধ্যায় তিনি বিষপান করেন। রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২২)।
নিহত তানিয়ার পিতা একই উপজেলার শ্রীরামপুর গ্রামের তানজিল হোসেন জানান, কয়েক মাস ধরে ২ লাখ টাকা যৌতুক দাবিতে তানিয়ার ওপর নির্যাতন করে আসছিল জামাই শরিফুল। এরপরেও পরকীয়ার মিথ্যা অভিযোগ চাপায় তার ঘাড়ে। এ কারণেই তানিয়া বিষপানে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার