চুয়াডাঙ্গায় মানব পাচারকারী ও আদম ব্যবসায়ী আলমডাঙ্গার চিৎলার আবুজার মোল্লা ও তার ছেলে তারিক আজিজের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেন তারা। এতে গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, আবুজার মোল্লা ও তার ছেলে তারিক আজিজ তাদের আয়ারল্যান্ডে শ্রমিক হিসেবে কাজের সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে ইন্দোনেশিয়ায় নিয়ে নির্যাতণ করে পুনরায় দেশে ফিরিয়ে দেয়। পরে খুব কষ্টে দেশে ফিরে টাকা দাবি করলে তারা প্রাণনাশের হুমকি দেয়। অবিলম্বে ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার