ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন সিকদার (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিল।
আজ দুপুরে ওই ছাত্রের সাথে বরিশালের ইদ্রিস (২৪) নামের এক ডিস ব্যবসায়ী ভান্ডারিয়া থেকে মটর সাইকেলে কাঁঠালিয়ার তালতলা বাজারে আসার পথে কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বীনাপানি বাজার নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি অটো টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও ইদ্রিস গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন সিকদার মারা যায়। অপর গুরুতর আহত ডিস ব্যবসায়ী ইদ্রিসের অবস্থাও আশংকাজনক বলে জানান তার স্বজনরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার