একটি মাদক মামলায় সাক্ষ্য দেয়ার কারণে এক সাক্ষীকে বেদম পিটিয়েছে মামলার আসামি। ইজিবাইক থেকে নামিয়ে নিয়ে ফিল্মি স্টাইলে বেধড়ক পেটানো হয়েছে সাক্ষী মাসুদ হোসেন জোয়ার্দ্দারকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা জয়েছে। আজ দুপুরে জনবহুল চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের গোরস্তানপাড়ার মৃত মোকাররম হোসে জোয়ার্দ্দারের ছেলে মাসুদ হোসেন জোয়ার্দ্দার বলেন, তিনি আদালতে বিচারাধীন মাদক মামলায় সাক্ষ্য দিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় কলেজ রোডের গণপূর্ত বিভাগের অফিসের সামনে মুক্তিপাড়ার আবদুল লতিফের ছেলে মাদক মামলার আসামি সাইদ হোসেন ইজিবাইক থেকে ফিল্মি স্টাইলে নামিয়ে নেয়। পরে লাঠি দিয়ে বেধড়ক পেটায় তাকে। মাসুদ হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রক্তাক্ত জখম অবস্থায় ভর্তি করা হয়। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন বলে এ প্রতিবেদককে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার