জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুই চাচাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের পশ্চিম ডিগ্রিরচর গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই গ্রামের মান্নানের ছেলে রনি (৪) এবং তার চাচাতো ভাই আজিজুল হকের ছেলে মাছনুন (৫)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলার সময় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশু রনি ও মাছনুনের মৃত্যু হয়। কিছুদিন আগে ওই শিশুদের বাড়ির পাশে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় গর্তের সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে যায়। দুপুরে ওই গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশু দুইটির মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/আরাফাত