পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ বিকেল ৫ টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর সদরের নুরপুর মহল্লার আসাদুজ্জামান লিটন (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক সদর উপজেলার ভাড়ারা গ্রামের জিফাত সরদারের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫)। এদের মধ্যে লিটন সুজানগর উপজেলার উপ-সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।দুর্ঘটনায় আহতরা হলেন- লিটন (৩০), ফরহাদ (৩৫) ও একজন অজ্ঞাত।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, আজ বিকেল ৫ টার দিকে সুজানগর থেকে একটি পিকআপ ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার