পাবনা ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। উপজেলা ছাত্রলীগ সভাপতির মা হাজেরা বেগম বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারপিট করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে রাজীব গ্রুপের কয়েকজন পূর্বের মামলার হাজিরা দিতে আসলে পাবনা কোর্ট এলাকাতে যুবায়ের বাহিনীর সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। সেখানে আরিফুল ইসলাম নামে এক যুবলীগ কর্মী আহত হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় বাড়িতে থাকা জুাবেয়ের মা এবং পরিবারের লোকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয় এবং হামলা করলে জুবায়ের বিশ্বাসের মা মারাত্মক আহত হয়। পরে সন্ত্রাসীরা ঈশ্বরদী পৌর সুপার মার্কেটে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর একটি ফাষ্টফুডের দোকান ও থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম শরিফের বাড়িতেও হামলা চালায়। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। কেউ এখ নপর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঈশ্বরদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। আমার প্রতিপক্ষরাই এই কাজ করছেন। আমার ব্যাক্তিগত কার্যালয় ও ব্যাবসায়ী প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। থানায় অভিযোগ করেও কোন লাভ হয় না। তাই অভিযোগ দিব না বলেই জানান তিনি। কোন কারণ ছাড়াই তারা এই সন্ত্রাসী কর্মকান্ড করছেন। পুলিশ প্রশাসনের প্রতি শুধু আমারই নয় পুরো ঈশ্বরদীবাসীরই আস্থা নেই। তবে মন্ত্রী পরিবারের লোকজন এই কাজগুলো করছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও অভিযুক্ত রাজিব সরকার বলেন, আমাদের লোকজন পাবনায় কোর্টে হাজিরা দিতে গেলে যুবায়ের বিশ্বাসের লোকজন হামলা করলে কতিপয় ছেলেরা এই কাজ করে। তবে আমাকে এই ঘটনার সাথে জড়ানোর প্রশ্নই আসে না। তিনি এই কাজের সাথে জড়িত নয় বলে দাবি করেন। জুবায়ের বিশ্বাসের সাথে পূর্ব বিরোধ থাকায় তারা আমাকে এই ঘটনার সাথে জরানোর চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার