বরিশালের সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কারখানা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই গলদা চিংড়ির ১০ লাখ রেনু উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে উদ্ধারকৃত রেনু নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করে তারা।
বরিশাল কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন জানান, চিংড়ির রেনু পাঁচারের গোপন খবর পেয়ে তাদের একটি দল সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কারখানা নদীতে অভিযান চালায়। নদীতে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন একটি ট্রলার পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারের লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে গলদা চিংড়ির ১০ লাখ চিংড়ির রেনু বোঝাই ট্রলারটি আটক করেন তারা। উদ্ধারকৃত রেনু পোনা বরিশালে এনে একজন মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে জানান চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল