বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার খেজুরতলা সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় সোহানা নামে সাড়ে ৩ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেন্দীগঞ্জ-উলানিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
নিহত সোহানা একই উপজেলার সলদী এলাকার টিপু মাঝির মেয়ে। আহত হাবিব উপজেলার বদরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহানা খেজুরতলা এলাকায় তার নানা বাড়ীতে বেড়াতে গিয়েছিলো। বাড়ি সংলগ্ন মেহেন্দীগঞ্জ-উলানিয়া সড়কে গেলে একটি বেপরোয়া গতির ট্রাক সোহানাকে চাপা দিয়ে এবং এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানাকে মৃত ঘোষণা করে। আহত হাবিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল