চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক সাইফুল ইসলাম রিমন (২৫) নিহত ও আকতার এবং একে খান নামের দুই আরোহী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিডেকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল কক্সবাজারের পেকুয়ার টৈটং পশ্চিম সোনাইছড়ির ফৌজিয়াপাড়ার মো. আবদুল ওয়াদুদের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারের পেকুয়ায় যাওয়ার উদ্দেশ্যে দুই আরোহীসহ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মইজ্জারটেক এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। এর মধ্যে সাইফুলকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১