খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ গোপন সংবাদের ভিত্তিতে ভূয়াটেক গ্রামে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: আবদুল্লাহ জুনায়েদ পিএসসি’র নেতৃত্বে এক অভিযান চালিয়ে বাড়ি থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নাম সুমন্ত চাকমা। তিনি ভূয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৩টি সচল মোবাইল সেট, দুটি হাত ঘড়ি ও চাঁদার রশিদ বই পাওয়া যায়। আটককৃতকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৭/ওয়াসিফ