সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাইভেটকার চাপায় অপরূপা সাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানগড়া-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের শিমলা সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপরূপা সাহা শিমলা সাহাপাড়া গ্রামের তপন কুমার সাহার মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল অপরূপা। এ ব্যাপারে, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শিশু অপরূপা বাড়ির পাশের একটি জমি থেকে খড় নিয়ে সড়ক পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৭/ওয়াসিফ