নোয়াখালীর সদর উপজেলার কালা দরাপ ইউনিয়নের নুর পাটোয়ারীর হাট এলাকা থেকে অপহৃত শ্রমিক মনির উদ্দিনকে (২২) ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।
শ্রমিক মনিরের পিতা আবদুল হাই জানান, সদর উপজেলার নুর পাটোয়ারীর হাট এলাকার খোকন মাঝি ব্রিকফিল্টে কাজ করার জন্য তার ছেলে মনিরকে গত ৭ মাস আগে নেয়। চুক্তি অনুযায়ী ৬ মাস কাজ করার কথা থাকলেও খোকন মাঝি ৭ মাস ব্রিকফিল্টে কাজ করায়। পরে শ্রমিক মনির থেকে অতিরিক্ত ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে শ্রমিক মনিরকে চট্টগ্রাম থেকে অপহরণ করে নোয়াখালীর সদরের নুর পাটোয়ারীর হাট এলাকায় নিজ বাড়িতে ৩ দিন পায়ে শিকল দিয়ে বেধে রাখে।
এরপর সুধারাম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার মনিরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও জড়িত খোকন মাঝি পালিয়ে যায়। উদ্ধারকৃত শ্রমিকের বাড়ী পার্শ্ববর্তী চর আমিনুল হক গ্রামে।
এ ব্যপারে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সমাধান হয়ে যাবে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল