দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাশ থেকে বীরগঞ্জের কবিরাজহাট এলাকা হতে রমেশ বর্মন শনু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রমেশ বর্মন শনু (৫২) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের মৃত গোবিন্দ বর্মনের ছেলে।
আজ বীরগঞ্জের ভোগনগর ইউপির কবিরাজহাট গ্রামীনব্যংক সংলগ্ন এলাকার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ধারে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের ভাই শরৎ বর্মন সাংবাদিকদের জানান, রমেশ বর্মন পেশায় কৃষক। সে নিজের কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রলি দিয়ে অন্যের জমিতে হাল চাষ করতেন। সোমবার বিকেলে জমি চাষের পাওনা টাকা আদায়ে বাই-সাইকেল যোগে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আজ সকালে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করি। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত বাইসাইকেল এবং মোবাইলটি পাওয়া যায়নি।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার