লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলারসহ ১১ জন কারারক্ষীর নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। এতে লক্ষ্মীপুরের জেলার মোহাম্মদ শাহ আলমকে ১নং আসামি করা হয়েছে।
সোমবার (৩রা জুন) দুপুরে আসিবুল হাসান (২৭) বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন। বাদী কারাগার সংলগ্ন আটিয়াতলী গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর ও ইয়াবা ক্রয় করে জেলের ভিতরে সরবরাহের অভিযোগ আনা হয়। জেলের ভিতরে সরবরাহের উদ্দেশ্যে ইয়াবা ক্রয় করার সময় ১ জন কারারক্ষীকে আটক করে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করার জন্য জেলারসহ অন্যান্য কারারক্ষীরা বাদীসহ স্বাক্ষীদের উপর হামলার অভিযোগ আনা হয় মামলায়।
মামলার কৌসুলী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার শাহ আলম জানান, কারাগারের সামনে বখাটেদের আড্ডায় বাধা দিলে এক কারারক্ষীকে হুমকি দেওয়া হয়। এঘটনায় গত ১৭ মে একটি জিডি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কারারক্ষীকে দোকানে যাওয়ার পথে শুক্রবার রাত ৮টার দিকে তারা হামলা করে।
এ বিষয়ে কারারক্ষীদের মারধর, অর্থ ও মোবাইল লুটের অভিযোগ এনে রবিবার সদর থানায় মামলা করা হয়। তারা পাল্টা মামলা করে ঘটনা ধামা চাপা দিতে চাইছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল