পটুয়াখালীর কলাপাড়ায় আগামীকাল মঙ্গলবার প্রায় চার হাজার পরিবার ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করেন।
উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।
জানা গেছে, এ উপজেলার চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশগ্রহণ করবেন। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িতে বরাবরের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস সাংবাদিকদের জানান, প্রতি বছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় চার হাজার পরিবার ঈদ উদযাপন করবে।
বিডি প্রতিদিন/হিমেল