পূর্ব শত্রুতার জের ধরে শহীদ নামে এক যুবকের ছুরিকাঘাতে জেঠাতো ভাই মামুন (৩২) খুন হয়েছেন। এসময় ছোট ভাইকে বাঁচাতে এসে বড় ভাই কামালও মারাত্মক আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কুমিল্লা কালিয়াজুরি কোড়ের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মামুন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত শহীদ।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সোমবার ইফতারের কিছুক্ষণ আগে রফিকুল ইসলামের বড় ছেলে কামাল তার জেঠাতো ভাই ওয়াহিদ মিয়ার ছেলে শহীদের সাথে জায়গা জমি ও টাকার লেনদেন বিষয় নিয়ে কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে শহীদ উত্তেজিত হয়ে তার চাচাতো ভাই কামালকে গালাগাল করতে থাকেন। এসময় কামালের ছোট ভাই মামুন এসে প্রতিবাদ করলে শহীদ তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
পরে শহীদের ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মামুন রাস্তায় লুটিয়ে পড়ে। মামুনকে বাঁচাতে এসে শহীদের ছুরির আঘাতে কামালও আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে মারা যায় মামুন। এদিকে আহত কামালকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন