গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নয়ন মোল্লা (২৫) ও সৈয়দ ওয়ালিদ (২২) নামের দুইজনের প্রাণহানি হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া এলাকার এ দুর্ঘটনায় নিহত দুই যুবকের এক বন্ধুসহ ছয়জন আহত হয়েছেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জ শহর থেকে ঈদের মার্কেট সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নয়ন মোল্লা ও সৈয়দ ওয়ালিদসহ তিন যুবক। তারা উত্তরপাড়া এলাকায় পৌঁছালে মাওয়াঘাট থেকে খুলনাগামী বিপরীতমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/শফিক