রংপুরে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। নিহতের নাম আরাফাত হোসেন (২৫)। আরাফাত হোসেন ভূমি কর্মকর্তা মরহুম ওয়াদুদ আলীর ছেলে; সে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
সোমবার রাত সোয়া ১১টার দিকে জেলার কলেজপাড়ার আকবারিয়া জামে মসজিদ সংলগ্ন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আমরা জানতে পেরেছি আরাফাত হোসেন এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক