ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী গাড়ির যাত্রীরা।
জানা গেছে, মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত যানজট লেগে আছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এই অংশে গাড়ি নড়ছে না।
এদিকে, উত্তরবঙ্গগামী যেসব গাড়ি সোমবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে গেছে, রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো বঙ্গবন্ধু সেতুতে পৌঁছতে পারেনি বলে জানা গেছে।
দীর্ঘ এই যানজটে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তির শেষ নেই।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, টাঙ্গাইলের পর ফোর লেন টু লেন হওয়া, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে চাপ বৃদ্ধি এবং সিরাজগঞ্জে একটি দুর্ঘটনায় হতাহতের ঘটনাসহ গাড়ির চাপের কারণে যানবাহনের এই ধীরগতি সৃষ্টি হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মধ্য রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে করে সেতুর সিরাজগঞ্জ অংশে গাড়ি টানতে না পারায় সেতুতে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে বঙ্গবন্ধু সেতুর উপর অতিরিক্ত লোড পড়ায় সকালে টাঙ্গাইল অংশে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। এতে করে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
টোল নেওয়া শুরু হলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম