চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ মঙ্গলবার।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ দিন ধরেই এসব গ্রামে আগাম রোজা শুরু ও ঈদ পালিত হয়ে আসছে।
জেলার যেসব উপজেলায় ঈদ উদযাপিত হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, প্রতাপপুর, বলাখাল, রামচন্দ্রপুর, ওলিপুর, উটতলী, জাকনি ও মেনাপুর।
ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ, বাসারা, মুন্সিরহাট, উঘারামপুর, বদরপুর, ঘরিয়ানা, কাইতাড়া, ভুলাচো।
শাহরাস্তির রায়ত্রী, আনন্দপুর, আচাকড়া। কচুয়া উপজেলার উজানী ও মতলবের মোহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও ও বেলতলী গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ১০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন, সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।
১৯২৯ খ্রিষ্টাব্দে দেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী।
বিডি প্রতিদিন/কালাম