আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া -৬ (সদর ) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।
যেসব প্রাথী প্রতীক বরাদ্দ পেয়েছেন, তারা হলেন, বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী এসএম টি জামান নিকেতা (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ ওরফে মিঠু (ট্রাক )ও মো. মিনহাজ (আপেল) ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নৌকার প্রার্থী নিকেতার পক্ষে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এছাড়া ধানের শীষ ও নৌকাসহ অন্য প্রতীকের পক্ষেও শুরু হয়েছে মাইকিং ও লিফলেট বিতরণ। তবে ঈদের ছুটির পরই জমে উঠবে প্রচারণা।
তফসিল অনুযায়ী, ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম-এ বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১৪১ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮জন।
বিডি প্রতিদিন/কালাম