নাটোরে বাসের ধাক্কায় নাসির উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী আবুল কালাম আজাদ। আহত আবুল কালাম আজাদকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত নাসির উদ্দিন নাটোরের বাগাতিপাড়া পজেলার খামার বজরাপুর গ্রামের বাদল উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের পিটিআই বাসপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও এলাকাবাসী জানান, নাসির উদ্দিন ও আবুল কালাম আজাদ একই মোটরসাইকেলযোগে নাটোর শহর থেকে বাগাতিপাড়ার দিকে যাচ্ছিলেন। তারা শহরের পিটিআই এলাকায় মহাসড়ক পাড় হওয়ার সময় ময়মনসিংহ থেকে রাজশাহীগামী দ্রুতগামী বাস শ্যামল বাংলা তাদের ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করে ও আহত আবুল কালাম আজাদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার