ফ্রান্সের পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগুয়েলের কবলে পড়া জেলেদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল তিন ক্রু'র।
বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে ১২৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় মিগুয়েল।
জানা যায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়া জেলেদের একটি নৌকাকে সাহায্য করতে গিয়ে নিজেদের নৌকা উল্টে প্রাণ হারান উদ্ধারকারী নৌকার তিন ক্রু সদস্য।
ঘূর্ণিঝড় মিগুয়েলের কবলে পড়ে আটলান্টিক মহাসাগরে ভেনডি উপকূল থেকে ৮০০ মিটার দূরে একটি মাছ ধরার নৌকা উল্টে যায়। পরে দুর্ঘটনায় পড়া ঐ নৌকাটিকে সাহায্য করতে সাত ক্রু সদস্যসহ রওনা দেয় এসএনএসএম সি রেসকিউ সার্ভিসের একটি উদ্ধারকারী নৌকা। পথিমধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গেলে চার ক্রু সদস্য সাঁতার কেটে কূলে উঠতে সমর্থ হলেও বাকিরা উঠতে পারেনি।
গত বৃহস্পতিবার উত্তরপশ্চিম স্প্যানিশ অঞ্চলে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়। এর আঘাতে এই অঞ্চলে অবস্থিত গ্যালিসিয়া কমিউনিটির বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারো ঘর বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘূর্ণিঝড় মিগুয়েল ফ্রান্সের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইলে ডি’ইয়েউ দ্বীপে আঘাত হানে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১২৯ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
ন্যাশনাল সোসাইটি অব সি রেসকিউয়ের তোলা একাধিক ছবি দেখে মনে করা হচ্ছে, নৌকাটি উল্টে যাওয়ার আগে বড় বড় ঢেউয়ের আঘাতে ঘুরপাক খায়।
স্থানীয় মেয়র ইয়ানিক মরেয়াউ নিউজ চ্যানেল বিএফএমটিভি’কে বলেন, সাগর যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এই তিন উদ্ধারকারীর মৃত্যুতে শহরবাসী মর্মাহত।
ফ্রান্সের জাতীয় বিদ্যুৎ সংস্থা এন্ডিস জানায়, ঘূর্ণিঝড় মিগুয়েলে ঐ অঞ্চলের প্রায় ২৮০০০ ঘর-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহে এক হাজারেরও বেশি উদ্ধার কর্মী মোতায়েন করা হয়েছে ।
এছাড়াও এ ঘূর্ণিঝড়ে প্যারিস ১৯ এলাকায় রাস্তায় গাছ পড়ে এক পথচারী গুরুত্বর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন