বাগেরহাটের শরণখোলা উপজেলায় নয় বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চাচা কবির হাওলাদারের বিরুদ্ধে (৪০)।
এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশ জারায়, খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের তিন সন্তানের বাবা মো. কবির হাওলাদার শুক্রবার দুপুরে তার চাচাতো ভাইয়ের মেয়েকে একটি ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আসতেই চাচা পালিয়ে যায়।
কবির হাওলাদার পেশায় একজন ট্রাকচালক। তার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। কবির সম্পর্কে মেয়েটির চাচাতো চাচা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। ভিকটিমের জবানবন্দী নেওয়া হয়েছে। পরে মেয়ের মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী কবির হওলাদারকে আসামি করে মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন