নোয়াখালী সদরে পূর্ব বিরোধের জের ধরে জেলা সরকারি কলেজছাত্র মো. রিয়াজকে (১৯) গলা কেটে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এই সময় তাকে বাঁচাতে রাসেল নামে একজন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
শুক্রবার রাতে জেলার সদরের নেয়াজপুর ইউনিয়নের দানামিয়ার বাজারে এ ঘটনা ঘটে। পরে তাদের দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান, ফেসবুকে, ইমুতে কল দেওয়াকে কেন্দ্র করে ইমনের নেতৃত্বে রাজু, আলাউদ্দিন ও সাদ্দামসহ ২০-২৫ জন বখাটে যুবক রিয়াজকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন