বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজের ১১দিন পর শনিবার বিকালে আলী আহমেদ (৪৩) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চণ্ডিপুর গ্রামে।
পুলিশ জানায়, গত ২৮মে সকালে মাছ ধরার সময় কচা নদীর মোহনায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন জেলে আলী আহমেদ। শনিবার বিকালে স্থানীয় জেলেরা বলেশ্বর নদীর পূর্ব রাজৈর এলাকায় একটি লাশ ভেসে থাককে দেখে শরণখোলা থানায় খবর দেয়। শরণখোলা থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করে।
বিডি-প্রতিদিন/শফিক