নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরমজিদের এক গৃহবধূকে তার ভাই মোহাম্মদ আলী ও বাবা সাবউদ্দিনসহ শ্বশুর বাড়ি রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে ইউপি মেম্বার খোকন ঐ গৃহবধূকে উদ্ধার করে।
শুক্রবার সন্ধ্যায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর ভাই আহত মোহাম্মদ আলী ও তার স্বজনরা জানান, পাঁচ মাস আগে সুবর্ণচরের পূর্ব চরমজিদের আলাউদ্দিনের ছেলে আরিফ হোসেনের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরিফ ও তার পরিবারের সদস্যরা যৌতুক ও স্বর্ণের দাবিতে তার কলেজ পড়ুয়াবোনকে মারধর করে আসছে। ঈদের পর দিন সন্ধ্যায় তাকে আনতে তার শ্বশুর বাড়িতে গেলে তার ভগ্নিপতি আরিফ ও তার পরিবারের সদস্যরা তাদের মারধর করে এবং তার বোনকে নির্যাতন করে আটকে রাখে। খবর পেয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিলের হস্তক্ষেপে ইউপি মেম্বার খোকন গৃহবধূসহ সবাইকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক