বোরকা পরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এক ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় সেতু (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে খানখানাপুর এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
আটক সেতু এ মামলার প্রধান আসামি শিল্পী বেগমের বোনের ছেলে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৬ জুন দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নির্জন স্থানে নিয়ে মুখ, হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বোরকা পরিহিত কয়েকজন দুর্বৃত্ত। ওইদিনই ওই ছাত্রীর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহলে ব্যাপারী তার ফেসবুকে এ ঘটনা তুলে ধরে বিচার দাবি করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। শনিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় প্রতিবেশী শিল্পী বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেন।
বিডি প্রতিদিন/হিমেল