নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষি শুমারি-২০১৯ শুরু হয়েছে নীলফামারীতে।
রবিবার সকালে ডিসির বাংলোয় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
ডিসির কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন গণনাকারী জোবেদা আকতার জবা।
এর আগে ডিসি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, ৯ জুন থেকে শুরু হওয়া শুমারি চলবে ২০ জুন পর্যন্ত।
মাঠ পর্যায়ে কৃষি শুমারি কার্যক্রম পরিচালনার জন্য জেলার ছয় উপজেলায় কাজ করছেন ২ হাজার ২৩৭ জন। তাদের তদারকি করবেন ২৬ জন জোনাল অফিসার। নিয়োগ হওয়া গণনাকারী ও সুপারভাইজারদের দুই ব্যাচে তিন দিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আতাউর রহমান জানান, প্রতিটি সাধারণ খানা কৃষি শুমারির হিসেবে আসবে। এক্ষেত্রে কোনও প্রতিষ্ঠান কিংবা ম্যাচ থাকছে না এর আওতায়।
কৃষি, শষ্য ও মৎস্য এবং খামার সংক্রান্ত তথ্যের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে সরকারি উদ্যোগে সারাদেশে একযোগে এই শুমারি শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম