ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে ঢাকামুখী মানুষ স্বস্তিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও চার লেনের কারণে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহনগুলো।
আজ রবিবার থেকে অফিস শুরু হওয়ায় ঢাকার দিকে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের যাত্রীরাও। এতে করে টাঙ্গাইলের বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। আর এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহনগুলো।
যাত্রীদের অভিযোগ, ঈদ আসলেই ভাড়া বেশি নেয়। তবে এবার কোনও কোনও পরিবহন মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে।
টাঙ্গাইল-ঢাকা এসি বাসের একজন যাত্রী বলেন, অন্য সময় ভাড়া নেওয়া ২৫০ টাকা। তবে আজ নিচ্ছে ৪০০ টাকা। অন্য কোনও উপায় না থাকায় বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।
অপর দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপ থাকলেও মহাসড়কের কোথাও যানজট বা গাড়ির ধীর গতি নেই।
বিডি প্রতিদিন/কালাম