পটুয়াখালীর গলাচিপায় পারভীন বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ পারভীন উপজেলার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের বাংলা বাজারের সিধু খানের স্ত্রী।
আজ রবিবার বেলা ১১টার দিকে স্বামী সিধু খানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিধু খানকে পুলিশ গ্রেফতার করেছে।
ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন বেপারী জানান, ওই গৃহবধূকে শনিবার রাতে তার স্বামী সিধু খান নিজ হাতে খুন করেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গৃহবধূর বড় ছেলে। গৃহবধূর বড় ছেলেই ওই রাতে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পাশের বাড়ির লোকজন থানায় খবর দিলে গলাচিপা থানার ওসি রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং গৃহবধূর স্বামী সিধু খানকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, পরকীয়ার জেরে ও প্রতিপক্ষকে ফাসানোর উদ্দেশ্যেই সিধু খান নিজের স্ত্রীকে নিজ হাতে খুন করেন যার প্রত্যক্ষ সাক্ষী ওই গৃহবধূর ছেলে। সিধু খানকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম