জামালপুরে ভূমিদস্যুদের হাত থেকে ব্রহ্মপুত্র নদ দখলমুক্ত, বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর শহরের ফৌজদারী মোড় এলাকায় আজ দুপুর থেকে ব্রহ্মপত্র নদের পাড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী উৎপল কান্তি ধর, শিক্ষাবিদ ও রাজনৈতিক আমির উদ্দিন, সমাজকর্মী একেএম আশরাফুজ্জামান স্বাধীন, কবি ও সাংবাদিক সাজ্জাদ আনসারী, সাংবাদিক লুৎফর রহমান, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী খেকো, ভূমিদস্যুরা নদী দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছে।
দীর্ঘদিন ধরে জামালপুরের বিভিন্ন নদ-নদী থেকে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করলেও প্রশাসন তেমন কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল