রাজধানীর বিজয় সরণিতে একটি ব্রিফকেস ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। সকাল সাড়ে ১০টায় হালকা সবুজ রংয়ের ব্রিফকেস দেখে আতঙ্কিত শ্রমিকরা খবর দেন পুলিশে।
খবর পেয়ে পুলিশ এসে পুরো সড়কটি কর্ডন করে ফেলে। পুলিশের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। ব্রিফকেসটি ঘণ্টাখানেক পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে এটিকে খোলার প্রক্রিয়া শুরু হয়।
ব্রিফকেস খুলে প্রথমেই পাওয়া যায় তিনটি লিপস্টিক। পাওয়া যায় মেয়েদের ব্যবহারের প্রসাধনী দ্রব্য।
পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতরে কসমেটিকস পাওয়া গেছে। কে বা কারা এটি ফেলে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা