গোরস্থানের কমিটি নিয়ে দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জে কলেজ ছাত্র আসমাউল হকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ-পশ্চিম নয়ালাভাঙ্গা গোরস্থান কমিটির সভাপতি এমদাদুল হক, নিহত আসমাউলের মা তানজিলা বেগম, পিতা-সুকচাঁন আলী, এলাকাবাসী মজিবুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর দুপুরে দক্ষিণ-পশ্চিম নয়ালাভাঙ্গা গোরস্থানের কমিটি নিয়ে দ্বন্দের জেরে প্রকাশ্যে আসমাউল হককে মাথায় লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে ৭ নভেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসমাউল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৯/মাহবুব