বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অডিটোরিয়ামে রপ্তানির জন্য আম উৎপাদন বাজারজাত করণের জন্য সমন্বিত সরবরাহ শৃঙ্খলা রক্ষার জন্য সেমিনারটি অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় নারী সংসদ সদস্য ও জন প্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন এবং অতিথি হিসাবে ছিলেন আওয়ামী লীগ নেতা মেসবাহুল সাকের জোতি ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম। সেমিনারে অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক মো. এম কোরাইশী মিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীনসহ ১৫০জন আম চাষী ও ব্যবসায়ী ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক