গাজীপুরের টঙ্গী তুরাগ নদ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইব্রাহিম আকন্দ জানান, শনিবার দুপুরে পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। তবে শনিবার লাশের সন্ধান পাওয়া যায় না। পরে আজ রবিবার সকালে নদের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। লাশটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করি।
নিহতের পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, যুবকের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক