পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে টানা সাতদিন বন্ধের পর চালু হল সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, গত দুই জুন থেকে ভোমরা স্থল বন্দর ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভাবে বন্ধ ঘোষণা করা হয়। ভোমরা স্থল বন্দরের সভাপতি আরাফাত হোসেন বলেন, ঈদের কারণে টানা সাতদিন বন্ধ ছিল ভোমরা স্থল বন্দর। আজ থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে বন্দর।
বিডি-প্রতিদিন/শফিক