মাগুরার মহম্মদপুর উপজেলার খর্দফুলবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত ও ২৫টি দোকান এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় পলাশবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শিমুল হোসেন ও একিন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে শিমুল সমর্থক শওকত ও একিন সমর্থক ফুলমিয়ার মধ্যে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রবিবার ভোরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/শফিক