ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুতল ভবনে কাজ করার সময় ঝন্টু দাস(৩২) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত চন্দ্র দাসের ছেলে। শনিবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ স্কুলের পাশে ব্যক্তি মালিকানাধীন বহুতল ভবন নির্মাণের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে রবিবার জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক